দৌলতখান পৌরসভার কালীবাড়ি রোডে বখাটেদের উৎপাত, ছাত্রীদের অভিভাবকগণ শংকিত
নাজমুল হাসানঃ দৌলতখান পৌরসভার দক্ষিণ মাথার কালিবাড়ী রোডটি পৌরসভা, স্টোডিয়াম, ভূমি অফিস, মহিলা মাদ্রাসা, দৌলতখান সরকারি কলেজ, ও সরকারি গার্স স্কুলে যাতায়াতের একটা মাধ্যম। এই রাস্তাটিতে রয়েছে বিভিন্ন ফাষ্টফুডের দোকান, চা ষ্টল ও ষ্টেশনারী দোকান। উঠতি বয়সী ছেলেরা এসব দোকানে বসে আড্ডা দেয়, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রীরা আসা যাওয়ার পথে প্রায়ই ইভটিজিং এর শিকার হয়। কিছু বখাটে কিশোর আছে যারা ফাষ্টফুডের দোকানে বসে মাদক সেবন করে। স্থানীয় জনগন সম্মানের ভয়ে এদেরকে কিছু বলার সাহস করেনা। এ জায়গাটিকে স্কুল, মাদ্রাসা ও কলেজ চলাকালীন ১০হইতে দুপুর ১.০০ টা পর্যন্ত যদি এসকল কিশোর গ্যাংদের আড্ডা মুক্ত করা যায় তাহলে ছাত্রীরা ও তাদের পরিবারগুলো স্বস্তিতে থাকতে পারবে। পূর্বে এ বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক মহল দৌলতখান থানায় মৌখিকভাবে জানালে কিছু দিন প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ছিল। এখন আবার সেই আগের রুপেই ফিরে এসেছে দক্ষিণ মাথার কালিবাড়ি রাস্তা ও গার্লস স্কুল রোড। দৌলতখান পৌরসভার অভিভাবকবৃন্দ এহেন অবস্থা থেকে মুক্তি চায় এবং পৌরসভার মেয়র ও প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।