বরগুনায় গরু বোজাই পিকআপ ভ্যান থেকে পড়ে ব্যাপারীর মৃত্যু
নিউজ ডেস্কঃ বরগুনায় গরু বোঝাই পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে আ: মান্নান (৩২) নামে একজন গরুর ব্যাপারী মৃত্যু হয়। শুক্রবার (৯ জুন) বিকেলে বরগুনা-পুরাকাটা সড়কে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব কেওড়াবুনিয়ার গরুর ব্যাপারী আঃ মন্নান বিভিন্ন এলাকা থেকে গরু কিনে বরগুনার হাটে বিক্রি করে আসছিল। শুক্রবার কয়েকটি হাট থেকে গরু কিনে পিকআপ ভ্যান বোঝাই করে বাড়ি নিয়ে যাবার পথে বরগুনা- পুরাকাটা সড়কের সোনাখালী নামক স্থানে দ্রুতগামী পিকআপ ভ্যানের পেছন থেকে রাস্তায় ছিটকে পড়ে যায়। পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে মাথায় রক্তক্ষরণ অবস্থায় মৃত দেখতে পেয়ে বরগুনা থানায় খবর দেন।পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে প্রেরন করেন।