বরগুনায় বুক জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম
নিউজ ডেস্কঃ বরগুনায় এক সঙ্গে বুক জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক নারী। বুধবার ১২টার দিকে বরগুনা সদর শেফা ডিজিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ ডেলিভারি করা হয়।জানা যায়, বরগুনা বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকার মো: বাদশার স্ত্রী মাহামুদা বেগম । গরিব পরিবারে জন্ম এই দুই যমজ শিশু অপারেশনের মাধ্যমে আলাদা করার জন্য সকলের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তারা।