ভোলায় শেখ কামাল আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন
মোস্তাফিজুর রহমান: ভোলায় আজ (৯ জুন) শেখ কামাল আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভার্সুয়ালীভাবে যুক্ত হন সাবেক সফল শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যৌথভাবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্থরের ফলক উন্মোচন করেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পাওয়ার কর্তৃপক্ষের বাস্তবায়নে এবং বাংলাদেশ সেনাবাহীনীর তত্ত্বাবধানে ভোলায় এ সেন্টারে উদ্ভোধন করা হয়। ফলক উন্মোচন শেষে রাত ৮টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শ বিষয়ক “মুজিব চিরঞ্জীব” ও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পুরণ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাইল করিম, এছাড়া বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী চৌধুরী পুলিশ সুপার সাইফিুল ইসলাম, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান, আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক রাজা মুহাম্মদ আব্দুল হাই, বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রিয়াজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।