ওসি মনপুরার প্রথম সফলতা, আত্মগোপন হাওয়া ওয়ারেন্টের আসামি গাঁজাসহ গ্রেফতার
মনপুরা প্রতিনিধিঃ- ভোলার মনপুরা উপজেলায় আত্মগোপন হওয়া ৪ মামলার ওয়ারেন্টের আসামি গাজাসহ গ্রেপ্তার করেছে মনপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ মফিজ (৩৩),পিতা আবুল তাহের, সাং:মহাজন কান্দি তালুক, ১ নং ওয়ার্ড, থানা- তজুমুদ্দিন, জেলা- ভোলা। তাকে মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়ন চরযতিনের দক্ষিণ পাশ হতে গতকাল রাত ১২ টায় ৫০ গ্রাম গাজা সহ এসআই মোঃ মেহেদী হাসান (নি:)স্বর্গীয় ফোর্সসহ গ্রেপ্তার করেন। এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর নামে ইতিপূর্বে তজুমদ্দিন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।