আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৫ ইং, ১৫ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

এমপি মুকুলকে  হত্যার হুমকি, প্রতিবাদে দৌলতখানে নাগরিক ফোরামের  বিক্ষোভ

এম এ তাহের: ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে ভোলার দৌলতখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ জুন) বিকাল ৫ টায় দৌলতখান পৌরশহরে নাগরিক ফোরামের  উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিল শেষে পৌর শহরের উত্তর মাথায় অবস্থিত শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,নাগরিক ফোরামের আহ্বায়ক শ.ম. ফারুক, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ জাবির হাছনায়ীন জাকির,মহাজিপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মহসিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আজহার আলী মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক এম এ তাহের, দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ,প্রমুখ। সমাবেশে বক্তারা, এম পি মুকুলকে হত্যার হুমকিদাতা পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান প্রশাসনের কাছে। সমাবেশে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ জাকির হোসেন জানান, এমপি মুকুলকে হত্যার হুমকি দাতা চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ফেসবুকে লাইক দিন