এমপি মুকুল কে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বোরহানউদ্দিনে সুশিল সমাজের প্রতিবাদ সভা
এম এ অন্তর হাওলাদারঃ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি কে ভার্চুয়ালে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ উঠে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের বিরুদ্ধে। হত্যার হুমকির এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গত রবিবার হতে আলাউদ্দিন সর্দার কে গ্রেফতারের দাবীতে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা উত্তপ্ত হয়ে উঠে। বুধবার বিকাল ৬টায় আলাউদ্দিন সর্দারকে গ্রেফতারের দাবীতে বোরহানউদ্দিন সচেতন নাগরিকের সমাজের ব্যানারে মৌন মিছিল, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা রাখেন বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহেল, সাধারণ সম্পাদক মো. বশির উল্ল্যাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর বিশ^জিৎ দে হারু হাওলাদার প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা দ্রুত আলাউদ্দিন সর্দার কে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। এ সভায় উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।