আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং, ৮ই রমযান, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বাংলাবাজার ফাতেমা খানম কলেজে সম্মান ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আজ (১ জুন) বাংলাবাজার ফাতেমা খানম কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। অত্র কলেজে বাংলা, ইংরেজী, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ইসলাম শিক্ষাসহ মোট ৯টি বিষয়ে ২০১৫ সাল থেকে অধিভূক্তি লাভ করে অত্যান্ত সুনামের সাথে পাঠদান করে আসছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ হারুণ অর রশিদ তিনি বলেন, এই কলেজটি মায়ের প্রতি অকৃত্রিম ভালবাসার নজির হিসেবে সারা বাংলার অহংকার প্রবীণ রাজনীতিবিদ ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক সফল শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদে এর মা মহিয়সী নারী মরহুম ফাতেমা খানমের নামে প্রতিষ্ঠা করেন। বর্তমানে তারুন্যের অহংকার ভোলা জেলার রাজনীতির আইকন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের সু-দক্ষ পরিচালনায় কলেজটির সুনাম উন্নতির শিখরে পৌঁছতে সক্ষম হয়েছে। আমি আশা করছি তোমরা লেখাপড়ার মাধ্যমে সেই সুনাম অক্ষুন্ন রেখে এখান থেকে উচ্চ শিক্ষা লাভ করে একজন আদর্শ মানুষ হিসেবে দেশের সার্বিক উন্নতিতে অবদান রাখবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল। এছাড়া সংশ্লিষ্ট সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন