আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলা ও চরফ্যাশন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ যোগদান

ভোলা কলেজ প্রতিনিধিঃ ভোলা সরকারি কলেজে প্রফেসর আব্দুল গফুর আজ (০১ জুন) অধ্যক্ষ পদে যোগদান করেন। জানা যায় তিনি কর্মজীবন শুরু করেন ১৯৯২ সালে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিয়ে। ১৯৯৩ সালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় যোগদান করেন। পরবর্তীতে ১৪ তম বিসিএস উত্তীর্ণ হয়ে ১৯৯৩ই ২১ নভেম্বর বরগুনা সরকারি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে ১৯৯৪ সালে ভোলা সরকারি কলেজ যোগদান করেন। ২০০২ সালে ২১ জানুয়ারি ভোলা সরকারি মহিলা কলেজে সহকারী অধ্যাপক পদন্নোতি পেয়ে ২০১৩ সালের অক্টোবরে ভোলা সরকারি কলেজে যোগদান করেন। ২০২০ সালে আগষ্ট অধ্যাপক পদে পদন্নোতি হন। অক্টোবর ২০২১ চরফ্যাশন সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। সর্বশেষ ১ জুন ২০২৩ ভোলা সরকারি কলেজর অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়।নতুন অধ্যক্ষ আব্দুল গফুর বলেন। আমি ভোলা কলেজের ছাত্র ছিালাম। কলেজটির সার্বিক উন্নতিতে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। এক্ষেত্রে আমি সবার সহযোগিতা কামনা করছি।
অপরদিকে একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জামাল হোসেন। চরফ্যাশন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ, হিসেবে যোগদান করেন। জানা যায় প্রফেসর জামাল হোসেন আজ (১ ই জুন) চরফ্যাশন সরকারি কলেজ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। শিকক্ষতা পেশায় কর্মজীবন শুরু করেন ১৯৯৫ সালে দুলার হার্ট আদর্শ কলেজ থেকে। ১৬ তম বিসিএস উত্তীর্ণ হয়ে ১৯৯৬ সালের ১২ ই আগস্ট ভোলা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিষয়ে যোগদান করেন। পরবর্তীতে অধ্যাপক হিসেবে পদন্নোতি পান।
অধ্যক্ষ জামাল হোসেন বলেন আমি চরফ্যাশন সরকারি কলেজের একজন ছাত্র ছিলাম ১৯৮৬ সালের। আবার আমি সেই কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করছি। আমি অনেক আনন্দিত এবং আমি চাই সপ্ন যেমন দেখেছি, ঐ সপ্নকে বাস্তবে রুপদান করতে।
আমি সকল শিক্ষকদের সহযোগিতায় চরফ্যাশন সরকারি কলেজকে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে কাজ করে যাবেন।

ফেসবুকে লাইক দিন