আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং, ২৩শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। কাউখালী উপজেলার আমরাজুড়ি, কাউখালী সদর,চিরাপাড়া পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়ন এই চারটি ইউনিয়নের ১৪৩ জন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। বাকি সয়না রঘুনাথপুর ইউনিয়নে ৪৯ জন জেলেদের মাঝে চাল বিতরণ বাকি রয়েছে।প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাউল দেয়া হয়। বৃহস্পতিবার (১ জুন) কাউখালী সদর ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের চাল দেয়ার সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, ইউপি সদস্য মোঃ সাঈদ, ইউপি সচিব আশুতোষ বড়াল, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। মৎস্য কর্মকতা হাফিজুর রহমান জানান, ২০ মে মাস থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সাগরের মাছ ধরা নিষিদ্ধকালীন সময় কাউখালী উপজেলার ১৯২ জন সমুদ্রগামী জেলেদের চাল দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন