আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজে বার বার সংঘটিত ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাতলায় বেসরকারি একটি নার্সিং কলেজ জহির মেহেরুনে দফায় দফায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। হোস্টেলের নীরপত্তায় নেই কোন সিসি ক্যামেরা।
গত রবিবার ২৯’মে সন্ধ্যার পরে প্রথমে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে কিছুক্ষনের মধ্যে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরলে কলেজে আতংকের সৃষ্টি হয়। কলেজ কর্তৃপক্ষ অসুস্থ শিক্ষার্থীদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
জানাগেছে, হঠাৎ অজানা গ্যাসের গন্ধে একে এক শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে।এরপর নিচে নামতে থাকলে গ্যাসের তীব্রতা বেড়ে একে একে ২৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, তিনি বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন সুলতানা বলেন, আমিও অজানা গ্যাসের গন্ধ পেয়েছি। শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়তে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করি।
এ বিষয়ে পটুয়াখালী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আফতাব উদ্দিন খান বলেন, শিক্ষার্থীরা মাস-হিস্টেরিয়া রোগে আক্রান্ত হতে পারে। এটা ভয়ের কারনে হয়তো অনেকে সুস্থ হয়ে পরেছেন। আশা করছি, ২৪ ঘণ্টার মধ্যে তারা সবাই সুস্থ হয়ে যাবেন।
এ নিয়ে পটুয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, গত রাতে হঠাৎ করে জহির-মেহেরুন নার্সিং কলেজের ২৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এপর্যন্ত পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে বাকিদের সকালে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে দফায় দফায় জহির মেহেরুন নার্সিং কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে নানা উদ্বেগ। এর আগে যৌন হয়রানিসহ কয়েকটি অভিযোগে এ কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন ও করেছেন।

ফেসবুকে লাইক দিন