আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৫ ইং, ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলায় মৎস্য ব্যাবসায়ী ও আড়তদারদের নিয়ে দিনব্যাপী বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধিঃ ভোলার বিভিন্ন মৎস্য ব্যাবসায়ি ও আড়তদারদের নিয়ে দিনব্যাপি বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম—সহায়ক ফাউন্ডেশনের সমন্বনিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় আজ সকালে গ্রামীন জন উন্নয়ন সংস্থা তাদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ। গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য খামার ব্যাবস্থাপক এইচ এম জাকির হোসেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার মৎস্য টেকনিক্যাল অফিসার আরিফুজ্জামান। কর্মশালায় মৎস্য ও মৎস্যজাত পন্যে বিক্রয়য়ের বিভিন্ন কৌশল নিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেয়া হয়। কর্মশালায় বিভিন্ন এলাকার মৎস্য ব্যাবসায়ী ও আড়তদাররা অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন