আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৫ ইং, ২৬শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

পটুয়াখালী দুমকীতে গৃহবধূর বিষপানে আত্মহত্যা!!

এম এ অন্তর হাওলাদারঃ পটুয়াখালীর দুমকিতে হনুফা বেগম (৪৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তাষদি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত হনুফা একই এলাকার মজিবর মুন্সির স্ত্রী। ঘটনা সূত্রে জানা যায়, পুত্র ও পুত্রবধূকে নিয়ে মামলায় জড়িয়ে গেলে আর্থিকভাবে পরিবারটি ভেঙ্গে পড়ে । এ নিয়ে ঘটনার দিন স্বামী ও ভাশুরের সাথে বাকবিতন্ডা হয়। এ অভিমানে ২৫ মে বৃহস্পতিবার ভোরে ঘরে রক্ষিত ফসলে ছিটানো বিষপান করে। অসুস্থ হয়ে পড়লে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় মারা যায়। মৃতের ভাশুর আবুল মুন্সি জানান, ছেলে ও ছেলের বউকে নিয়ে ঝামেলার কারণে আত্মহত্যা করেছে। মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। যতটুকু জেনেছি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার বলেন, বিষয়টি জেনেছেন তবে কেউ থানায় অভিযোগ করেনি। লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন