আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জনাব তৌফিক-ই-লাহী জেলা প্রশাসক ভোলার এর সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত হয়। সভাতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন নজরুল কে দিয়েই আমাদের শিক্ষা জীবন শুরু হয়। কারণ আমরা শিশু থাকতেই ‘ভোর হল দোর খোল’ কবিতা দিয়ে শুরু হয়। অগ্নিবীনার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরুপ এর উপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নজরুল ছিলেন সাহিত্যের কবি আর বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাওলাদার মাকসুদ, এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তামিম আল ইয়ামিন উপজেলা নির্বাহী অফিসার সদর, মোঃ তৌহিদুল ইসলামসহ সরকারী কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠনটি সঞ্চালন করেন জনপ্রিয় বাচিক শিল্পি মশিউর রহমান পিংকু। উল্লেখ্য নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ মে অনুষ্ঠিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন, নজরুল সংগীত প্রতিযোগীতায় ভোলা শিল্প কলা একাডেমী ২২ জন এবং ভোলা শিশু একাডেমী ২১ জন শিক্ষার্থদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ফেসবুকে লাইক দিন