দৌলতখানে চরপাতা ইউনিয়নের ভোট গ্রহণ চলছে।
নাজমুল হাসান রাসেল(দৌলতখান: দৌলতখান উপজেলার ৩ নং চরপাতা ইউপি উপ নির্বাচনে আজ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। কেন্দ্র গুলো ঘুরে জানাযায়, ৯ টি কেন্দ্রে সকালে ভোট গ্রহণ শুরুর দিকে ভোটারদের উপচে পড়া ভীড় ছিল লক্ষনীয়। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ও কিছুটা বেড়ে যায়। দুপুরের পর থেকে কমতে শুরু করে ভোটারের উপস্থিতি। কিছু কিছু কেন্দ্রে স্বতন্ত্রপ্রার্থীদের এজেন্ট নেই লক্ষ্য করা গেছে। দুপুরের দিকে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দীন হাওলাদার নির্বাচনে আনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন।অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী (মোটরসাইকেল) প্রতিক ফরহাদ হোসেন শামীম তিনি কিছু বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ তুললেও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। নৌকা প্রতিকের প্রার্থী আঃ হাই তিনি ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিটি কেন্দ্রে ১ জন নির্বাহী মেজিস্ট্রেটসহ বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল লক্ষনীয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সার্বিক বিবেচনায় মোটামুটি ভালো পরিবেশ ছিল। তৌফিক-ই-লাহী জেলা প্রশাসক ভোলা ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সন্তুষ্টি প্রকাশ করেন।