আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং, ৯ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

দৌলতখানে জেলেকে পিটিয়ে হত্যা আটক ১

নিউজ ডেস্কঃ বুধবার (২৪ মে) সন্ধ্যার পর ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় রতন মাঝি (৫০) নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পুলিশ জানায়, বিকেলের দিকে চরপাতা ইউনিয়নের বেড়িবাঁধবাঁ এলাকায় দুই পরিবারের ছেলেমেয়েরা খেলাধুলা করছে। খেরাধুলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় শুরু হয় হাতাহাতি। সেই ঘটনাকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত বিষয়টি স্থানীয়ভাবে নিম্পািত্ত হলেও সন্ধ্যার পর হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে পূনরায় ঘটনার সাথে জড়িত এক শিশুর বাবা রতনকে তুলে অন্ধকার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। নির্যাতনের এক পর্যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দৌলতখান থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন । সেখান থেকে তারা নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে সম্পৃক্ত প্রতিপক্ষ এক নারীকেও আটক করেন। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (র্জ ওসি) মোঃ জাকির হোসেন বলেন, খবর পাওয়ার সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় ভোলা সদর হাসপাতালের মর্গে। এ ঘটনার মূল হোতা এক নারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

ফেসবুকে লাইক দিন