বরিশাল আগৈলঝাড়ায় অনলাইনে জুয়া খেলার সময়ে তিন জুয়াড়ি গ্রেফতার
এম এ অন্তর হাওলাদারঃ বরিশালের আগৈলঝাড়ায় অনলাইন জুয়ার মাধ্যমে সরকার নিষিদ্ধ বিট কয়েন লেনদেনকারী তিন প্রতারক জুয়াড়িকে গ্রেফতার করেছে বরিশাল আর্মড ব্যাটালিয়ান পুলিশ সদস্যরা। ওই জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত চারটি এনড্রয়েট ফোন, দুটি বাটন ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে বরিশাল ১০ আর্মড পুলিশের এসআই মোঃ জোবায়েদ খান বাদী হয়ে গ্রেফতারকৃত তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( পুলিশ পরিদর্শক তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনকে জানান, বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত নয়টার দিকে আগৈলঝাড়া উপজেলার সাহেবেরহাট বাজারে হাওলাদার টেলিকমে অভিযান চালায়।অভিযানে হাওলাদার টেলিকমের মালিক পার্শবর্তী উজিরপুর উপজেলার জল্লা গ্রামের মোঃ হাসান হাওলাদারের ছেলে মোঃ শাওন হাওলাদার ওরফে সুজন (২৭), একই উপজেলার বাহেরঘাট গ্রামের মোঃ মানিক মোল্লার ছেলে মোঃ ইমন হোসেন (২০), একই গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে মোঃ ইব্রাহিম মোল্লাকে (২০) অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে।আটককৃতরা জিজ্ঞাসাবাদে তাদের নিজস্ব আইডি এবং নিষিদ্ধ বিট কয়েন দ্বারা অনলাইনে বিভিন্ন প্রকার জুয়া পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছে বলে জানায়।আটককৃতদের ফোন ডিভাইস তল্লাশী করে ৩৪৫৯.৩ অবৈধ বিট কয়েন, বুস্টা বিট আইডি-৪১৭৯, ৪১৭৯৯ এবং ERU, S3SS, নিষিদ্ধ কোপ্টো কারেন্সি এবং তাদের ব্যবহৃত বিকাশ, রকেট, নগদ এ্যাকাউন্টে ১৭ হাজার ৬৮৯টাকার অস্তিত্ব পায় আইন শৃংখলা বাহিনী।আটককৃতদের নিয়ে ওই রাতে আরও বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সোমবার তাদের আগৈলঝাড়া থানায় সোপর্দ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা।এ ঘটনায় সোমবার রাতে বরিশাল ১০ আর্মড পুলিশের এসআই মোঃ জোবায়েদ খান বাদী হয়ে গ্রেফতারকৃত তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ এর ৩০(২)/৩৫ ধারায় মামলা দায়ের করেছে, নং-১১(২২.৫.২৩)। গ্রেফতারকৃতদের ২৩মে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।