মনপুরায় ইউপি সচিবের বিরুদ্ধে নানা অপপ্রচার, থানায় জিডি!!
মনপুরা প্রতিনিধিঃ-ভোলা জেলার মনপুরা উপজেলার ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ইয়াজ উদ্দিন বিরুদ্ধে নানা অপপ্রচার ও উক্ত কর্মস্থল থেকে বদলি করার হুমকি প্রদান করেন উক্ত পরিষদের ইউপি সদস্য তছলিম এর বিরুদ্ধে। জানাযায়,মনপুরা হাজির হাট ইউনিয়ের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য তাছলিম নানা মহলের কু- প্ররোচনায় সম্পূর্ণ পরিকল্পিত ভাবে গত ১৭/০৫/২০২৩ আনুমানিক সকাল ১১.৩০ মিনিটে ইউপি সচিবের কক্ষে প্রবেশ করে তার ওয়ার্ডের ভিজিডি তালিকা চাওয়াকে কেন্দ্র করে, ইউপি সচিবের উপর অতর্কিত হামলা চালানোর চেষ্টা চালায়। সাথে সাথে তাকে কর্মস্থল থেকে তাহার ওয়ার্ড এর সমর্থিত লোকজনের মাধ্যমে অপমান অপদস্ত করে বদলি করার হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং তার সমর্থিত লোকজনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মান অপমান মূলক নানা অপপ্রচার চালান। বিষয়টি জানিয়ে ইউপি সচিব ইয়াজউদ্দিন মনপুরা থানায় করেন সাধারণ ডায়রি – ৬৪৫ করেন।। বিষয়টি নিয়ে মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের নিকট জানতে চাইলে, তিনি জানান বিষয়টি নিয়ে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে ২ নং হাজির হাট ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দিন হাওলাদার নিকট জানতে চাইলে, তিনি জানান বিষয়টি ইউনিয়ন পরিষদ আচরন বিধি পরিপন্থী। আমাকে ইউপি সচিব ইয়াজ উদ্দিন লিখিত অভিযোগ করেন,কিন্ত অভিযুক্ত ৫নং ওর্য়াডের সদস্য তছলিম কিছুই জানান নাই, আশা করি আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।।
বিষয়টি নিয়ে অভিযুক্ত ইউপি সদস্য তছলিমের নিকট জানতে চাইলে, মুঠোফোনে এখন পর্যন্ত সংযুক্ত করা যায়নি।। বিষয়টি নিয়ে ইউপি সচিব ইয়াজ উদ্দিন জানান,আমার সাথে যেসব আচরণ করেছে তা ইউনিয়ন পরিষদ আইন ও আচরণ পরিপন্থি।। আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছি, আশা করি আমি ন্যায় বিচার পাবো।
উল্লেখ্য মনপুরা উপজেলার হাজীর ইউনিয়ন পরিষদটি বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে নিজাম উদ্দিন হাওলাদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হওয়ার পর থেকেই একের পর এক, অপর পক্ষগণ কতৃর্ক নানা জটিলতার তৈরীর অভিযোগ উঠে আসছে।