আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

দৌলতখানে (পিবিজিএসআই ) স্কীম এর আওতায় দিন ব্যাপী কর্মশালা

এম এ তাহের (দৌলতখান): মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পারফমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন ( পিবিজিএসআই) স্কীম এর আওতায় প্রতিষ্ঠান প্রধান, SMC/MMC/GB এর সভাপতি সহ উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওয়ার্কশপ আজ (২০ মে) শনিবার উপজেলার দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
দৌলতখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আজহার আলী মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, ব্যংকের হাট কো- অপারেটিভ কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, একাডেমিক সুপার ভাইজার রিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষক, শিক্ষার্থী, এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামগত উন্নয়নের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। ওয়ার্কশপে উপজেলার ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন ম্যানেজিং কমিটির সদস্য, সহকারী প্রধান শিক্ষক ও পিটিএ সভাপতি অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন