পটুয়াখালী দুমকিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নাসিমা আক্তার
ডেস্ক নিউজ: পটুয়াখালী জেলা দুমকি উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাসিমা আক্তার।
শনিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত প্রতিযোগিতা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন এর পরিচালনায় বিজ্ঞ বিচারক মন্ডলীগন বিভিন্ন বিষয়ের উপর নম্বর প্রদান করে সোমবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাসিমা আক্তারকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেছেন।