আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বরগুনা বিষখালী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: বরগুনা জেলার বিষখালী নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায় বরগুনার বাসিন্দা মোঃ কামাল শিকদারের মেয়ে মোসাম্মৎ ফাতেমা আক্তার(৫) এর মরদেহ আজ সকাল দশটার দিকে বিষখালি নদীর পাতাকাটা নামক স্থান থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের বিশেষ টিম এবং পুলিশ এর সমন্বয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়। স্বজনরা জানান দুইদিন আগে কামাল সিকদার তার মেয়েকে নিয়ে কাকচিড়ায় বেড়াতে যান সেখান থেকে মেয়েটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার দুইদিন পর মেয়েটির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। বরগুনা থানার ডিউটি অফিসার জানান,ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফেসবুকে লাইক দিন