ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন, নজরুল, খোকন, স্বপ্না
ভোলার খবর ডেস্ক: সোমবার (৮ মে) জেলা পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা। উক্ত সভায় একজন চেয়ারম্যান, ১৫ জন পুরুষ সদস্য এবং ৫ জন মহিলা সদস্যদের মতামতের ভিত্তিতে সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম গোলদারকে ১নং প্যানেল চেয়ারম্যান, আ’লীগ নেতা মোঃ খাইরুল ইসলাম খোকন, সদস্য জেলা পরিষদকে ২নং প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সম্পাদিকা সদস্য জেলা পরিষদ খাদিজা আক্তার স্বপ্নাকে ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।জনাব নজরুল ইসলাম গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন। ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন, জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবদুল মমিন টুলু। এরআগেও তিনি জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।