ভোলার লালমোহনে বিদ্যুৎ স্পর্শে কিশোরের মৃত্যু!!
এম এ অন্তর হাওলাদার: ভোলার লালমোহনে বিদ্যুতায়িত হয়ে মোঃ হাসিব (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। কিশোর হাসিব ওই এলাকার মোঃ আসাদ দেওয়ানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, পানির মটোর দিয়ে বাড়ির পুকুরের পানি সেচ দিচ্ছিলেন হাসিব। মটেরে পানি ওঠা বন্ধ হয়ে গেলে তা দেখতে মোটরে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। এসময় পাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক হাসিবের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।