আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

শাহরিয়ার হিমু: আজ (৮ মে) ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহোযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সোমবার দিনব্যপি প্রশিক্ষণ কর্মশালা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মিয়া, বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজীব, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ স্বাস্বত মিস্ত্রী চন্দন,পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার, কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ কে এম আসাদুজ্জামান ও সাংবাদিকবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় ধুমপান ও তামাক সেবনের ফলে স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতিকর বিষয়ে আলোচনাসহ জনসমাগমে ধুমপানের অপরাধ বিষয়ে আইনের বিস্তারিত আলোচনা করেন। উক্ত কর্মশালায় প্রিন্টিং ও ইলেক্ট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন