ভোলায় বেকার তরুন তরুনীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
ভোলা প্রতিনিধিঃ আজ (৬ এপ্রিল) ভোলায় রেইজ প্রকল্পের আওতায় ১৮ থেকে ৩৫ বছরের বেকার তরুন তরুনিদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠি হিসেবে গড়ে তোলা ও বেকার সমস্যা দুরিকরণে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের আওতায় সংস্থার হলরুমে গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক হিসাব ও অর্থ মোঃ মোস্থফা কামাল, রেইস প্রকল্পের কো-অর্ডিনেটর ও উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান, মনিটরিং বিভাগের প্রধান মোঃ মমিনুল্লাহ, জন উন্নয়ন টেকনিক্যাল ইনিস্টিটিউটের তত্বাবধায়ক মোঃ ফজলুর রহমান, অফিসার এল এন্ড ইডি মোঃ আবদুল হাই প্রমুখ। সভায় স্থনীয় জনগোষ্ঠির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।