ভোলা প্রতিনিধিঃ-ঈদ উপলক্ষে ভোলা পুলিশের ফ্রি বাস সার্ভিস চালু করেছেন ভোলার সুযোগ্য পুলিশ সুপার সাইফুল ইসলাম। ঈদ উপলক্ষে নিরাপদে বাড়ি ফেরার ও জননিরাপত্তার স্বার্থে ফ্রী বাস সার্ভিস চালু করা হয়। ভোলার বন্দননগর ইংলিশা ঘাট থেকে ভোলার বাসস্ট্যান্ড পর্যন্ত এ ফ্রী বাস সেবা চালুর আওতায় থাকবে।।