আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় নিজাম চেয়ারম্যানকে বিতর্কিত করার অপচেষ্টা, প্রতিবাদে থানায় জিডি।

মেহেদী হাসানঃ-ভোলা জেলার মনপুরা উপজেলায় চেয়ারম্যান নেজাম উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে ছকিনা নামক এক নারীকে কথিত মরধারের অভিযোগ স্যোসাল মিডিয়া উঠে আসেছে। তবে বিষয়টি মিথ্যাচার ও সাজানো নাটক জানিয়ে মনপুরা ২নং হাজির হাট ইউনিয়নের চেয়ারম্যান নেজাম হাওলাদার মনপুরা থানা একটি সাধারন ডাইরি করেন।। মনপুরা থানার ওই সাধারণ ডায়েরি সূত্রে দেখা যায়, ছকিনা (৪০) নামক এক নারী নেজাম চেয়ারম্যানের প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হইয়া চেয়ারম্যান নিজামদ্দিন হাওলাদারকে নিয়ে ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় নারীকে মারধর করিয়াছেন মর্মে অপপ্রচার চালিয়ে আসছেন। অভিযোগে আরো তুলে ধরা হয় চেয়ারম্যান নেজামের প্রতিপক্ষ লোকজন তাহার সুনাম ক্ষুন্ন করার জন্য নানাভাবে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।।। মূলত মনপুরা ২নং হাজির হাট ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে চেয়ারম্যান হওয়া পর থেকেই একের পর এক নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন মর্মে সাধারন ডায়রীতে অভিযোগ করা হয়।।

অভিযোগকারী ছকিনা (৪০) বর্তমানে ভোলা সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে ছকিনা (৪০) বলে আপনারা হাসপাতালে আসেন এবং সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন।

বিষয়টি নিয়ে মনপুরা থানা অফিসার ইনচার্জকে বার বার মুঠোফোনে চেষ্টা করে এখন পর্যন্ত সংযুক্ত করা যায়নি।।

কথিত মারধরের বিষয়ে চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, ছকিনা (৪০)নামক নারীকে মারধরের বিষয়টি সম্পূর্ণ নাটক, ভিত্তিহীন ও মিথ্যাচার।। আমি বিষয়টির তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।। চেয়ারম্যান নেজাম আরো জানান এসব অপপ্রচারের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। আমি মনপুরা একটি থানায় সাধারণ ডায়েরিও করেছি।।

চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার বলেন, ঘটনাটির প্রকৃত বৃত্তান্তটি হলো, ছবিতে উল্লেখিত এই মহিলা সহ আরো ৫ জন মহিলা, চেয়ারম্যন এর বাসার পশ্চিম এর ঘেরের পাড়ের গাছ থেকে সকল আম ছিরে নিচে ফেলে দেয়, কিছু আম চুরি করে নিয়ে ডায় উক্ত আম চুরি ও ছিরে ফেলে দিয়ে আসার বিষয়ে চেয়ারম্যন পরিষদে এসে, মহিলা ইউপি সদস্য, পুরুষ ইউপি সদস্য, আরো গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আম চুরির বিষয় টি বললে, সকলে ৫ জন মহিলাকে উপস্থিত করার জন্য বলে, চৌকিদার কাদের আম চুরি করা ৫ জন মহিলাকে, ডেকে পরিষদে নিয়ে আসে, উপস্থিত পুরুষ ইউপি সদস্য, এবং মহিলা ইউপি সদস্য সহ আরো গন্যমান্য ব্যক্তি আবু মেম্বার, আব্দুরব মাঝি , মোঃ শাহাবুদ্দিন সহ আরো অনেকে চুরির বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসা করলে তারা সত্যতা স্বীকার করে, এবং এরুপ কাজ আর কখনো করবেনা বলে অঙ্গীকার করলে সকলের উপস্থিতিতে তাদের পরিষদ থেকে বিদায় করে দেয়

আসছে বিস্তারিত…..

ফেসবুকে লাইক দিন