৯ মে জাবি-এর ভর্তি পরীক্ষার আবেদন শুরু।
// নিউজ ডেস্ক//
দেশের অন্যতম খ্যাতনামা বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৯ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে । আজ সোমবার( ১৭ এপ্রিল২০২৩ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভর্তি পরীক্ষার আবেদন ৯ মে সকাল ১০টায় শুরু হয়ে ৩১ মে রাত ১২টায় শেষ হবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ থেকে ২৪ জুন।’
আরও বলা হয়, ‘এবার ইউনিট বেড়েছে দুইটি। এ, বি ও সি ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সি-১, ডি, ই ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেউ) ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ইউনিটের অধীনে গাণিতিক ও
পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, বি ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, সি ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, সি-১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ডি ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ই ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা ছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা এবার আলাদা ইউনিটে স্বনামে অনুষ্ঠিত হবে।২০১৯ সাল ও এর পরবর্তী বছরে মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন।