ভোলার দৌলতখানে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত -০২, আহত ৩!!
এম এ তাহেররঃ সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টা ৩০ মিনিটে ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বকশে আলী এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ ২ যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন ৩ জন। নিহতদের মধ্যে একজন হলো সজিব গোলদার (৩০)। তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল গোলদারের ছেলে অন্যজন লিটন হাং (৩৮) বরগুনার আমতলী এলাকার বাসিন্দা । দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ১২.৩০ ভোলা থেকে কাভার্ডভ্যানটি দৌলতখানের বকশে আলী মহাসড়কে পৌছলে বিপরীত দিক থেকে আশা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজির ২ যাত্রী নিহত হন। আহত হয় আরও ৩ যাত্রী। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সিএনজি ও চালক পুলিশ হেফাজতে আছে। তবে কাভার্ডভ্যানসহ চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।