ভোলায় শিক্ষক সমিতির অনুদান প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক: রবিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর এর উদ্যোগে ভোলা সদর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে আর্থীক অনুদান বিতরন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার জনাব এ.কে.এম ছালেহউদ্দিন (অতি: দা:)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, জনাব আবদুল হামিদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মো: শাহনেওয়াজ চন্দন, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, ভোলা জেলা, অধ্যক্ষ শাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, ভোলা জেলা। সভাপতিত্ব করেন জনাব মীর আমীর হোসেন, সভাপতি,বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর, এছাড়াও টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম আশ্চার্য্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।