দৈলতখানে এমপি মুকুলের ঈদ উপহার।
নিউজ ডেস্ক: রোববার (১৬ এপ্রিল) ভোলা-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল তাঁর দৌলতখানের বাসভবন চত্বরে দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতৃবৃন্দের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার তুলে দেন। এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী জানান, ১০ হাজার নেতাকর্মীকে প্রায় ৮০ লাখ টাকা এমপি মহোদয় তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ঈদের শুভেচ্ছা ও উপহার হিসেবে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এমপি মুকুল তাঁর বক্তব্যে বলেন, দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের প্রতিহত করতে আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সমর্থকদের অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।