আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং, ৭ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় অগ্নি নির্বাপন কর্মশালা অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক: দুর্ঘটনাজনিত অগ্নিকান্ড নির্বাপন করার লক্ষ্যে বুধবার ১২ এপ্রিল সকালে ভোলা জেলা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের এর সমম্বয়ে পুলিশ লাইন্স মাঠে একটি কর্মশালা অনুষ্ঠিত ও সিমুলেশন পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। এছাড়া অতিরিক্ত এসপি, (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সুমন, ভোলা জেলা পুলিশের সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বিভিন্ন অগ্নিকান্ড সংক্রান্ত দুর্ঘটনা থেকে জনগণ ও সরকারের জানমাল রক্ষার বিষয়ে কথা বলেন। তিনি অগ্নিকান্ড নির্বাপন বিষয়ে জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় অগ্নি নির্বাপন পদ্ধতি, ক্ষতিগ্রস্থদের যত্ন, আহত ব্যক্তিদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, আগুন এলাকা থেকে জনতা সরিয়ে নেওয়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিরাপদে স্থানান্তর কৌশল আলোচনা করেন। এছাড়া বাড়ি ঘরে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে এবং বাড়িতে অন্যান্য আগুন নেভানো কৌশল দেখানো হয়।

ফেসবুকে লাইক দিন