ছাত্রলীগ নেতা নাবিলের দাপন সম্পন্ন!!
এম এ অন্তর হাওলাদার: ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ শাখার সাবেক গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক নাবিল হায়দার (২৪) এর জানাযার নামাজ শেষে ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ৩নং ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়। শনিবার সকাল ১০টায় মানিকার হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। ওই জানাযায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজুন মোল্লা, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কামাল আজাদ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মো. দুলাল মিয়া, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, দৌলতখান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হলের সভাপতি তানভীর সিকদার, সম্পাদক মেশকাত প্রমূখ সহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ভোলা জেলার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। জানাযার নামাজ পড়ান বাটামারা পীর সাহেব আলহাজ্ব মহিবুল্লাহ