মনপুরায় ইসলামী আন্দোলনের ইফতার ও আলোচনা সভা অনু্ষ্ঠিত।
ডেস্ক রিপোর্টঃ-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা অফিসে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবী ও সাধারণ সম্পাদক হাফেজ শিহাব উদ্দীন বক্তব্য রাখেন। সভাপতি বক্তব্যে বলেন, ব্যানার যাই হোক ইসলামী শাসন রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামকে নিয়ে কোন প্রকার অবমাননা বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, সরকারের অবকাঠামো উন্নয়নে উন্নয়ন উপভোগ করতে আমাদের ভবিষ্যৎ যুব সমাজকে মাদক থেকে ফেরাতে হবে। আজ যুব সমাজ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ইসলামের মাধ্যমেই আমাদের যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নাহিদ হাসান শাহীন’র পরিচালনায়, বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সেক্রেটারি হাফেজ শিহাব উদ্দীন।
এসময় ইফতার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুজাহিদ কমিটির সদর ডাক্তার আলহাজ্ব আব্দুল মোতালেব, জাতীয় শিক্ষক ফোরাম মনপুরার উপজেলা শাখার সভাপতি মাষ্টার কামাল উদ্দীন, বিশিষ্টজন সহ ইসলামী আন্দোলন উপজেলা শাখার নেত্রীবৃন্দ ও যুব আন্দোলন উপজেলা দায়িত্বশীলবৃন্দ এবং ছাত্র আন্দোলন মনপুরা উপজেলা শাখার ছাত্র নেতাগণসহ আরোও অনেকে।