ভোলায় অতিরিক্ত দামে পোশাক বিক্রি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান!!

ডেস্ক নিউজ: বুধবার ৫ এপ্রিল ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহামুদুল হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জেলা শহরের সদর রোডের চন্দ্রবিন্দু ফ্যাশন ও বিন্দু ফ্যশন হাউজুকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে। জানা যায় ক্রয়মূল্যের চেয়ে ৮০ ভাগ দাম বেশি হাঁকিয়ে পোশাক বিক্রির অভি যোগে ওই দুই প্রতিষ্ঠান এছাড়াও ওই দুই প্রতিষ্ঠানকে মূল্য সংশোধন করে স্বল্প লাভে বিক্রির নির্দেশ দেওয়া হয়। তিনি আরও জানান, পবিত্র ঈদ উপলক্ষে কেউ যদি এমনভাবে ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্যে পোশাক বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।