আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন!!

নিউজ ডেস্ক: “মানসম্মত শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরকে প্রযুক্তিগত ভাবে দক্ষ করে তোলার জন্য পিইডিপি-৪ এর আওতায় ৩ এপ্রিল ভোলা সদর উপজেলার ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়। সকাল ১১ টায় ভোলা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে আমাদের আগামী প্রজন্মকে আইসিটিতে দক্ষ করে তুলতে হবে। বর্ষীয়ান এই নেতা উপস্থিত সকল প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতি গঠনের কারিগর। তাই আপনারাই পারেন প্রতিটি শিক্ষার্থীকে কম্পিউটার সম্পর্কে মৌলিক ধারনা দিয়ে তাদেরকে স্মার্ট করে তুলতে”। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুছ ও ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা রেডক্রিসেন্ট মোসাইটির সাধারন সম্পাদক মোঃ আজিজুল ইসলাম এবং স্বাগত বত্তব্য প্রদান করেন ভোলা সদর উপজেলার নবাগত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার ও আবু তাহের সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সাহিদা আক্তার (সুমনা) সহ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দিয়ে বিতরন কার্যক্রম শুরু করেন অতিথি বৃন্দ । পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেকরে মধ্যে ১ টি করে ল্যাপটপ সকল তুলে দেয়া হয়। উল্লেখ্য গত ২৩ মার্চ থেকে আজ পর্যন্ত সরকার ৪১ হাজার ল্যাপটপ কম্পিউটার বিতরন বিতরন করলো প্রাথমিক বিদ্যালয়ে।

ফেসবুকে লাইক দিন