ভোলার মানবিক ডাক্তার শাহিন আর নেই!!
নিউজ ডেস্ক: ডাঃ শাহিন ছিলেন একজন মানবিক ডাক্তার । ২০০৭ সাল তখন তিনি দৌলতখান উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ছিলেন। ভোলার স্বেচ্ছাসেবী সংস্থা সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান) সংস্থাটি কর্তক চিকিৎসা প্রদানের প্রস্তাব করলে তিনি নিজ এলাকার প্রতি নজর দিয়ে নিজের কষ্ট স্বীকার করে দৌলতখান থেকে প্রতি মাসে দুবার ছোটমানিকা ও গংগাপুর গ্রামে স্বাস্থসেবা দিয়ে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থসেবায় কিছুটা হলেও লাগব করেছেন। তিনি বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯১ সালের এস,এস,সি ব্যাচের ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক টিএস ছিলেন। ডঃ জহুরুল ইসলাম শাহীন ভাই আজ ভোর রাতে তার নিজ বাসায় ইন্তেকাল করেন। দীর্ঘ চিকিৎসক জীবনের পরিসমাপ্তি ঘটে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। হে আল্লাহ মরহুম কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। ডাঃ শাহিনের জানাজা অদ্য জোহরের নামাজের পর বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে অনুষ্ঠিত হইবে।