আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৫ ইং, ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।

ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে আলভী (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে শুক্রবার দুপুর ১.৩০ সময় মনপুরা উপজেলা ১ নং মনপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুলাগাজী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলভী (৩) ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন হাওলাদারের ছোট ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানায় শুক্রবার দুপুর ১ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুড়ে যায় আলভী । আলভী কে বাড়ির আশেপাশে না দেখতে পেয়ে পরিবারের লোকজন অনেকক্ষণ তাকে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকে লাইক দিন