আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৩ ইং, ১৪ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সর্বশেষঃ

ভোলায় আগুনে পুড়ে তিন দোকান ছাই!!

নিউজ ডেস্ক: ভোলা শহরের প্রাণকেন্দ্র বাংলা স্কুল মোড়ের নবারুণ সেন্টারের বিপরীত পাশের হেদায়েত মার্কেটে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই। ২৯ মার্চ রাত ২.৩০ মিনিট হেদায়েত মার্কেটের একটি দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করা যাচ্ছে। ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে ফ্যাশন হাট ডিপার্টমেন্ট স্টোর, একটি টেলিভিশনের সার্ভিসিং সেন্টার, ও একটি ফ্রিজের এয়ারকন্ডিশনের সার্ভিসিং সেন্টারসহ তিনটি দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দিলে আমরা ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। তখন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা যাবে। ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন