আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় জমি- জমা নিয়ে বিরোধ নিহত-১!!

নিউজ ডেস্ক: সেমবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে রাজাপুরের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুর বাড়ি সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব চর নন্দনপুর গ্রামে। এদিকে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনরা জানান, বাবুর পার্শ্ববর্তী রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের নাছির ফকির গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। পুলিশ জানায়, রাত ৯টায় পরানগঞ্জ বাজার থেকে রিকশায় তারিক মাহমুদ, ফুপাতো ভাই হাসিব হাওলাদার ও প্রতিবেশী আলী আকবর বাড়ি যাচ্ছিলেন। তারা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় পৌঁছালে হারুন, কামরুল, রনি, নাছির ফকির, সিফাত ও আলাউদ্দিন হাওলাদারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। মারধরের একপর্যায়ে আলী আকবর ও হাসিব হাওলাদার পালিয়ে যায়। এ সময় তারেক মাহমুদ বাবুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ও কোমরের হাড় গুঁড়িয়ে দেয়া হয়। এ ছাড়া ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন থেকে রাত ৩টার দিকে বাবুর মৃত্যু হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, ঘটনার পরপরই পুলিশ হারুন, কামরুল ও রণিসহ চারজনকে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন শিখা আক্তার বাদী হয়ে মামলা করেছেন।

ফেসবুকে লাইক দিন