আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং, ১৮ই রমযান, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী আন্দোলনের স্মারকলিপি !!

ভোলার খবর ডেস্কঃ-ভোলার মনপুরায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ৬ দফা দাবি নিয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমদ বরাবর স্বারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৩ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবীর নেতৃত্বে এ স্বারকলিপি প্রদান করা হয়। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য থানায় এ স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় আরোও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সহ-সভাপতি হা: মাও: ইউনুস আহমদ, হা: মাও: শফিকুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি হা: মাও: আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এইচ.এম নাহিদ হাসান শাহীন, বাংলাদেশ মুজাহিদ কমিটি মনপুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী আবু সাঈদ, ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রহীম ও সহ-সভাপতি মু: আলাউদ্দীন প্রমুখ। তাঁদের ৬ দফা দাবিগুলো হলো: দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করা, ভেজাল বিরোধী অভিযান জোরদার করা, অশ্লীলতা ও বেহায়াপনার সকল উপায়-উপকরণ বন্ধ করা, মাদকদ্রব্য ব্যবহার ও বিক্রি বন্ধে অভিযান চালানো, সকল ধরনের অশ্লীল গান-বাজনা বন্ধ রাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবী বলেন, মুসলিম উম্মাহর জন্য ইবাদতের সর্বোত্তম সময় এই রমজানের মাস। মানবতার মহামুক্তির সনদ পবিত্র কুরআন নাযিলের মাস। রমজানুল মোবারক আসন্ন মুসলমানদের কাছ্র রমজান মাসের গুরুত্ব অপরিসীম। তাই তাঁরা ৬ দফা দাবি জানান।

ফেসবুকে লাইক দিন