আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

ভোলা মহাসড়কে অটো রিক্সাকে শ্যামলী বাসরে ধাক্কা,২ কলেজ ছাত্রীসহ নিহত – ৪

বাংলা বাজার প্রতিনিধিঃ- ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক জয়নগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম শ্যামলী যাত্রীবাহী বাস ও অটোরিকশাকে সংঘর্ষ হয়ে কলেজ ছাত্রীসহ ৪ জন নিহত হয়। আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাত্রী নজরুল ইসলাম ভোলার খবরকে জানান চট্টগ্রামগামী শ্যামলী বাসটি ফুল ১০০ স্পিডে রাস্তা ক্রস করার সময় চলন্ত অটোরিক্সাকে ধাক্কা দেয়।। চলন্ত গাড়িটি ধাক্কায় মুহূর্তের মধ্যেই যাত্রী ড্রাইভার সহ অট রিক্সাটি খন্ডবিখন্ড হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৪জন নিহত হয়। নিহতদের মধ্যে দুজন কলেজ ছাত্রী ও একজন অটোরিক্সার ড্রাইভার ও একজন যাত্রী বলে জানান যাত্রী নজরুল। ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্যামলী গাড়িটি আটক করেন এবং নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।। তবে পারিবারিক সূত্রে জানা যায় অটো রিক্সার ড্রাইভারের স্ত্রী বাদী হয়ে মামলা করবেন এবং মামলা প্রক্রিয়া দিন রয়েছে।।

ফেসবুকে লাইক দিন