আজ ঐতিহাসিক ৭ মার্চ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রা!!
আশিকুর রহমান শান্তঃ- আজ ভোলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছেন জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। এ লক্ষ্যে ভোর ৬টা ৩০ মিনিটের সময় জেলা যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সংগঠনটির নেতাকর্মীরা। এরপর বেলা ১১টায় মুসলিমপাড়া এলাকায় অবস্থিত যুবলীগ কার্যালয় থেকে জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সস্ত্রাধিক নেতাকর্মী হোন্ডা শোভাযাত্রা ও মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। দুপুর ১২টায় দিবসটির স্মরণে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।