আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় নিয়ন্ত্রণহীন চালের বাজার,খাদ্য অধিদপ্তরের চাল বিতরণ!!

মনপুরা প্রতিনিধিঃ- ভোলার মনপুরা উপজেলায় চালের বাজার নিয়ন্ত্রণে আনতে মনপুরা খাদ্য বিভাগ কমদামে চাল বিতরণ করতে শুরু করেছেন । মূলত শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ! এই শ্লোগানকে সামনে রেখে মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কতৃক সূলভ মূল্য কার্ডের ১৫টাকা কেজি দরের চাল বিতরণ করা হয়। এ সময় ডিলার পয়েন্টে চাল বিতরণ কার্যক্রম উদ্ভোদন করেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী! উপজেলা চেয়ারম্যান হেঁটে হেঁটে ডিলার পয়েন্ট পরিদর্শন করেন। বস্তায় চাল কমের অভিযোগ শুনে একাধিক বস্তা ওজন মাপার স্কেলে মেপে দেখেন। কার্ড ধারী সবাইকে ৩০কেজি চাল বুঝে নেওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, সব ডিলার যেন সুশৃঙ্খলভাবে কোনো অনিয়ম না করে চাল বিতরণ করে। জনপ্রতি ৩০ কেজি করে কার্ড ধারী ৪৯৬ জনকে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন ডিলার আব্দুল কাদের। তিনি বলেন আজ থেকে৩দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। ওজন মাপার স্কেলে ৩০ কেজি করে চাল মেফে দেওয়ায় অনেক খুশি কার্ড ধারী জনসাধারণ। তারা বলেন, আমাদেরকে ৩০ কেজি করে চাল মেপে মেপে দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয় নি।

ফেসবুকে লাইক দিন