আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্কুল প্রতিনিধিঃ-
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাদক মুক্ত সুস্থ মানুষ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে অন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার সকাল ৯ টায় বিদ্যালয়টি নিজ মাঠে তাদের নিজস্ব আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।
এসময় তিনি বলেন,সমাজে যুবক শ্রেণী বিভিন্নভাবে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সকল অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার জন্য এই স্কুলভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী দিনগুলোতে পড়াশোনার পাশাপাশি অন্যান্য আরো অনেক খেলাধুলার আয়োজন করা হবে।এ বিদ্যালয়টি হবে একটি আদর্শ বিদ্যালয়। শুধু পড়াশোনা ও খেলাধুলায় নিমগ্ন থেকে সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং নিজেদেরকে তৈরি করে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে তুলবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা ক্রীড়া কর্মকর্তা সাপাতুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের মাদকমুক্ত জঙ্গিবাদ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে হলে তাদেরকে অবশ্যই ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।ক্রীড়া চর্চা ছাড়া সুস্থ সুন্দর মানুষ হওয়া সম্ভব নয়।এধরণের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার জন্য বিদ্যালয়টির প্রধান শিক্ষক সহ সকলকে অভিনন্দন জানাচ্ছি।এদিকে স্কুলে এধরণের টুর্নামেন্ট আয়োজন করায় অবিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।তার পাশাপাশি এমন উদ্যোগ নেয়াতে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সকল শিক্ষার্থীরাও ছিলো একটি খুশির আমেজে। জানা যায়, টুর্নামেন্টটিতে ৩টি গ্রুপে দিবা ও প্রভাতি শিফট মিলে ক্লাস ভিত্তিক মোট ১২টি দল গঠন করা হয়েছে।গ্রুপ পর্যায়ে নকআউট সিস্টেমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।আর শিক্ষার্থীদের ক্লাস যাতে নষ্ট না হয় সে বিষয়টি মাথায় রেখে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে খেলা পরিচালনা করা হবে। আজকের উদ্বোধনী ম্যাচে ৯ম শ্রেনী প্রভাতি বনাম ৯ম শ্রেনী দিবা’র খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে দিবা শিফটের ৯ম শ্রনীর খেলোয়াড়েরা বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রভাতি শিফটের ৯ম শ্রেনীর খেলোয়াড়রা ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬৮ রান করে।জবাবে দ্বিতীয় ইনিংসে দিবা শিফটের ৯ম শ্রেনীর খেলোয়াড়রা ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১০ ওভারে ৪৬ রান তুলতে সক্ষম হয়। এতে প্রভাতি শিফটের ৯ম শ্রেনীর খেলোয়াড়েরা ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ফেসবুকে লাইক দিন