আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পূর্ণ।

আল মাহমুদ মনিরঃ-
ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের সভাপতি-সম্পাদকসহ ৭টি এবং সহ-সভাপতি পদে আওয়ামী প্যানেলের ৬টি পদে জয় লাভ করেছে। শনিবার সকাল ১০ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে দুপুর ২টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়। জানা গেছে, নির্বাচনে ১শ’ ৯৫টি ভোটের মধ্যে ১শ’ ৯১টি ভোট কাস্ট হয়। সভাপতি পদে ১শ’ ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের এডভোকেট সালাউদ্দিন হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন আওয়ামী প্যানেলের এডভোকেট স্বপন কৃষ্ণ দে এবং তিনি পেয়েছেন ৮৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপির প্যানেলের এডভোকেট মোঃ ইফতারুল হাসান শরীফ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী প্যানেলের এডভোকেট মোঃ মাহাবুবুল হক লিটু। তিনি পেয়েছেন ৯৩ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে আওয়ামী প্যানেলে এডভোকেট আলহাজ্ব মোঃ আবুল কাশেম, বিএনপির প্যানেলের মোঃ ইউসুফ-১, সহ-সাধারণ সম্পাদক পদে আওয়ামী প্যানেলের এডভোকেট মেজবাহুল আলম ও এডভোকেট মোঃ মামুনুর রহমান। অর্থ সম্পাদক পদে বিএনপি প্যানেলের এডভোকেট মোহাম্মদ তোয়াহা। ধর্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী প্যানেলের এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান-৩, পাঠাগার সম্পাদক পদে আওয়ামী প্যানেলের এডভোকেট বাবলু হাসান, বিএনপির প্যানেলের এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান। এবং সদস্য পদে আওয়ামী প্যানেলের এডভোকেট মওদুদ আলম টূটুল, বিএনপি প্যানেলের এডভোকেট মোঃ ছালাউদ্দিন আহমেদ প্রিন্স ও এডভোকেট মোঃ ইউসুফ-২ নির্বাচিত হয়েছেন। ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এডভোকেট আব্দুল লতিফ। প্রিজাইডিং অফিসারের এর দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার।

ফেসবুকে লাইক দিন