ভোলায় আনন্দ পাঠশালার উদ্যোগে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ উৎসব!!
ভোলা প্রতিনিধিঃ আজ ভোলায় আনন্দ পাঠশালার উদ্যোগে ও ভোলা উপজেলা প্রশাসনের সহায়তায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় শিশুদের মাঝে ব্যাপক আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজ বিকেল ৪টার দিকে ভোলা কালীনাথ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি সম্পূর্ণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনন্দ পাঠশালার উপদেষ্টা সাংবাদিক মোকাম্মেল হক মিলন, উপদেষ্টা মনির আহমেদ এবং আনন্দ পাঠশালার সংগঠক ঝর্ণা আক্তার।।
উল্লেখ্য আনন্দ পাঠশালা ইউথ অর্গানাইজেশন সমাজের কল্যাণে তরুন যুব সমাজকে নিয়ে নানা ধরনের যুব কার্যক্রম, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম দীর্ঘদিন যাবত করে আসছেন। শিশুরা হাসবে খেলবে শিখবে এই স্লোগানে শিক্ষা কর্মসূচির আওতাধীন হতদরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সম্পূর্ণ করা হয়।। উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি পর্যায়ক্রমে মাসব্যাপী চলমান থাকবে।।