ভোলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন, সভাপতি এড.অনু এবং সম্পাদক মিঠু!!
এম এ রহিম ॥ ভোলার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) প্রেসক্লাবের “নিজাম-হাসিনা” মিলনায়তনে সাধারণ পরিষদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ কমিটি গঠন করা হয়। এক তলবি সভায় এডভোকেট নজরুল হক অনু’কে সভাপতি (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন) ও সামস্-উল-আলম মিঠু’কে সাধারন সম্পাদক (দৈনিক ইত্তেফাক) মনোনীত করে ২০২৩-২০২৪ সালের জন্য ২ বছর মেয়াদী মোট ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি-হারুন অর রশিদ (চ্যানেল আই), সহ-সাধারণ সম্পাদক শিমূল চৌধুরী (দৈনিক আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ ইউনুছ শরীফ (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান (দৈনিক দিনকাল), ক্রীড়া সম্পাদক এইচএম জাকির (দৈনিক বনিক বার্তা), পাঠাগার সম্পাদক এইচএম নাহিদ (দৈনিক ভোরের কাগজ), সাস্কৃতিক সম্পাদক এম রহমান রুবেল (আনন্দ টিভি), নির্বাহী সদস্য-আল-আমিন শাহরিয়ার (দৈনিক অন্যদিগন্ত) ও মো: ওমর ফারুক (দৈনিক কালবেলা)। ভোলা প্রেসক্লাবের নতুন এ কমিটিকে স্বাগত জানিয়েছেন,ভোলার সর্বস্তরের জনগণ এবং সাথে সাথে আশা করছেন, এই কমিটি জনস্বার্থে কাজ করবেন।।