আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

আজ আনন্দ পাঠশালার শব্দ শেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

ভোলা প্রতিনিধি:-
সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে আজ বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরী আয়োজনে এবং আনন্দ পাঠশালার ব্যবস্থাপনায় বাংলা শব্দ শেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় 25 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভোলা শহরের অত্যন্ত জনপ্রিয় ও জনবহুল চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, উল্লেখিত বিদ্যালয়গুলো হলো নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাপ্তা শক্তি সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং পশ্চিম বাপ্তা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।। শিক্ষার্থীদের মধ্য থেকে আজকের বাছাই পর্বে মোট ৫জন উত্তীর্ণ হন এবং সেরাদের সেরা শব্দ শেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসাবে নির্বাচিত শিক্ষার্থী ফাহমিদা শেখ সাফিয়া।।
উল্লেখ্য, আনন্দ পাঠশালা একটি যুব ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠনটি ভোলা সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে নানামুখী সমাজ কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।। অন্যদিকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী-ভোলা ইউনিট,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি সরকারি প্রতিষ্ঠান। এই দুটি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে নানামুখী সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।।

ফেসবুকে লাইক দিন