আনন্দ পাঠশালার উদ্যোগে ভোলায় আজান প্রতিযোগীতা!!
ভোলা প্রতিনিধিঃ-ভোলায় আনন্দ পাঠশার উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ব্যতিক্রমধর্মী আজান প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভোলার সাংস্কৃতিক অঙ্গনে শিশু-কিশোরদের মাঝে এ প্রতিযোগী ব্যাপক গুরুত্ব পাবে বেশ জানিয়েছেন কয়েকজন অভিভাবকবৃন্দ। ভোলার শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধ তৈরিতে আজান প্রতিযোগিতা ব্যাপক গুরুত্ব বহন করবে। এ প্রতিযোগিতা দুটি রাউন্ডে ভাগ করা হয়েছে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড।।। দ্বিতীয় রাউন্ডটি হবে মূলত ফাইনাল রাউন্ড। ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মূলত এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। ক গুরুপে ২য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থী এবং খ গুরুপে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।। আগামী ৩০ তারিখ পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।রেজিষ্ট্রেশনের জন্য একটি রিসিভশন কাউন্টার রাখা হয়েছে! হটলাইন নাম্বার হলো ০১৭৭২-২৮৪০১৬
উল্ল্যেখ, আনন্দ পাঠশালা শিশু কিশোরদের একটি সামাজিক ও সাংকৃতিক সংগঠন।। দৈর্ঘ্যদিন যাবত শিশু ও কিশোরদের নিয়ে ভোলায় এ সংগঠনটি কাজ করে আসছে।